Sambad Samakal

HS Exam: দু’ভাগে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা! কী পরিকল্পনা সংসদের?

Sep 19, 2023 @ 9:24 pm
HS Exam: দু’ভাগে হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা! কী পরিকল্পনা সংসদের?

এবার থেকে দু’ভাগে হতে চলেছে স্কুল জীবনের শেষ বড় পরীক্ষা উচ্চমাধ্যমিক! জানা যাচ্ছে, এই বিষয়ে রাজ্য স্কুল শিক্ষাদপ্তরকে প্রস্তাব পাঠাচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হতে চলেছে।

জানা যাচ্ছে, দু’ভাগে হতে চলা উচ্চমাধ্যমিকের প্রথম পরীক্ষা হবে নভেম্বর মাসে। দ্বিতীয় দফা হবে মার্চ মাসে। নভেম্বরের পরীক্ষাটি হবে ওএমআর শিটে। প্রশ্ন থাকবে মূলত এমসিকিউ ফর্ম্যাটে। দ্বিতীয় দফার পরীক্ষাটি হবে এসএকিউ ও বর্ণনাধর্মী প্রশ্নোত্তরে। দুই ভাগের পরীক্ষা মিলিয়ে মোট নম্বরের গড় নিয়ে তৈরি হবে মার্কশিট। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার নীতি লাগু করা হতে পারে।

Related Articles