Sambad Samakal

Barselona: পরিবর্তনের বাংলায় বিনিয়োগে আহ্বান! বার্সেলোনার শিল্প সম্মেলনে কী বার্তা রাজ্যের শিল্পপতিদের?

Sep 19, 2023 @ 7:16 pm
Barselona: পরিবর্তনের বাংলায় বিনিয়োগে আহ্বান! বার্সেলোনার শিল্প সম্মেলনে কী বার্তা রাজ্যের শিল্পপতিদের?

পরিবর্তনের বাংলায় বেড়েছে সম্ভাবনা, গতি পেয়েছে শিল্প। মঙ্গলবার বার্সেলোনার শিল্প সম্মেলন থেকে এমন বার্তাই দিলেন রাজ্যের শিল্পপতিরা। স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী শিল্পপতি হর্ষ নেওটিয়া থেকে উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা কিংবা রমেশ জুনেজাদের সকলেই বাংলায় বিনিয়োগের জন্য বিদেশি শিল্পপতিদের আহ্বান জানালেন। শোনালেন গত ১০-১২ বছরে কতটা বদলে গিয়েছে বাংলা। পাশাপাশি বাংলার সহজলভ্য দক্ষ শ্রমিক এবং ধর্মঘট রোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া মনোভাবের জেরে শূন্য কর্মদিবস নষ্টের বিষয়েও আলোকপাত করলেন।

এদিনের এই শিল্প সম্মেলনে বাংলার শিল্পপতিরা ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর প্রশাসনের আমলারাও। সম্মেলনের শুরুতেই পরিবর্তনের বাংলায় দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে ব্যবসা করা শিল্পপতিরা তাঁদের নানা ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। শিল্পপতি হর্ষ নেওটিয়া বাংলায় শিল্পের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিদ্যুতের ঘাটতি না থাকার কথা বলেন। রাজ্যের শ্রমিকের সমস্যা না থাকার কথাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে রাজ্যের ধর্মঘট সংস্কৃতির অবসানেরও ভূয়সী প্রশংসা করেন হর্ষ। মুখ্যমন্ত্রীর প্রশংসা করে হর্ষ নেওটিয়া বলেন, “দিদি সর্বার্থেই দিদি। বাংলার মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে সকলের খেয়াল রাখেন।” একই সুর উমেশ চৌধুরী, কমল মিত্তাল, তরুণ ঝুনঝুনওয়ালা, রমেশ জুনেজাদের কথাতেও। স্পেনের বিনিয়োগকারীদের উদ্দেশে মিত্তাল শিল্পগোষ্ঠীর বার্তা, “বাংলায় যান। দেখুন। বিনিয়োগ করুন।”

Related Articles