মঙ্গলবার থেকে খুলে গেল ভারতের নতুন সংসদ ভবনের দরজা। এদিন সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নির্মিত নতুন সংসদ ভবনে বিশেষ অধিবেশনে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নিজের ভাষণেই নতুন সংসদ ভবনের নাম ‘পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া’ বলে ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এছাড়াও পুরনো সংসদ ভবনের নামকরণ করা হয় ‘সংবিধান সংসদ’ হিসেবে।
এদিন নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রী বলেন, “স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে আমাদের বড় বাড় কাজে লক্ষ্যমাত্রা নিতে হবে। রাজনীতির কথা ভেবে পিছিয়ে থাকলে হবেনা। শিক্ষা, আবিষ্কার, জ্ঞান-বিজ্ঞানের জন্য উপযুক্ত ভারত গঠন এখন সময়ের দাবি। প্রতিটি ক্ষেত্রে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। রাষ্ট্রব্যবস্থা পরিচালনার ক্ষেত্রেও সামাজিক ন্যার প্রতিষ্ঠা করতে হবে।”