বাড়ির মধ্যেই চলছে অস্ত্র কারখানা! চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। জানা যাচ্ছে, জয়নগর থানার কামারিয়া এলাকার একটি বাড়িতে চলছিল ওই অস্ত্র কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান চালায় পুলিশ।
বারুইপুরের এসডিপিও’র নেতৃত্বে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র ও অস্ত্র তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বাড়ির মালিককে। কীভাবে ঘন বসতিপূর্ণ এলাকায় এই ধরনের অস্ত্র কারখানা চলছিল, কাদেরই বা মদত ছিল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।