প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে অবশেষে স্বস্তি পেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল আপাতত অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন, ইডির দায়ের করা ইসিআইআরের সপক্ষে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। ফলে অভিষেকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবেনা। যদিও ইডির দায়ের করা ইসিআইআর খারিজ জরার আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, ইডির ইসিআইআর এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই এই বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে পৃথকভাবে আবেদন দায়ের করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।