এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের জয়জয়কার অব্যাহত। বুধবার আরও একটি সোনা এল ভারতের ঝুলিতে। ৫০ মিটার থ্রি পোজিশনস রাইফেল শুটিংয়ে মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ভারতের সিফট কৌর সামরা। এরসঙ্গেই নয়া বিশ্ব রেকর্ডও গড়লেন তিনি।
৪৬৯.৬ পয়েন্ট নিয়ে বিশ্বরেকর্ড গড়েন ভারতীয় অ্যাথলিট সিফট কৌর সামরা। শুধুমাত্র শেষ শটেই ১০.৬ পয়েন্ট নেন তিনি। এতদিন পর্যন্ত বিশ্বরেকর্ডের অধিকারী ছিলেন গ্রেট ব্রিটেনের শুটার সেওনেড ম্যাকিনটশ। যাঁকে এদিন স্থানচ্যুত করলেন সিফট কৌর সামরা।