নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্ত চালাতে গিয়েই লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির নাম তুলে এনেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডি। আর সেই মামলায় এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মা-বাবাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
জানা যাচ্ছে, লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির ওয়েবসাইটে ডিরেক্টর হিসেবে অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। তাই তাঁদের কাছ থেকে তথ্য জানতে আগামী সপ্তাহেই ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, আগামী ৩ অক্টোবর একই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছে ইডি। প্রসঙ্গত, ওই দিনই দিল্লিতে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে ধরনা কর্মসূচী রয়েছে তৃণমূল কংগ্রেসের।
ইডি তলব প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক লিখেছেন, “৩ অক্টোবর দিল্লিতে ধরনার দিনেই ইডির তলব প্রমাণ করে দিচ্ছে, কারা ভীত-সন্ত্রস্ত!”