Sambad Samakal

MS Swaminathan: প্রয়াত ‘সবুজ বিপ্লবের’ জনক এম এস স্বামীনাথন, শোকস্তব্ধ বিজ্ঞানী মহল

Sep 28, 2023 @ 12:59 pm
MS Swaminathan: প্রয়াত ‘সবুজ বিপ্লবের’ জনক এম এস স্বামীনাথন, শোকস্তব্ধ বিজ্ঞানী মহল

প্রয়াত ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। বৃহস্পতিবার সকাল ১১টা বেজে ২০ মিনিটে চেন্নাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ দেশের বিজ্ঞানী মহল। ১৯২৫ সালের ৭ অগাস্ট জন্ম হয়েছিল এম এস স্বামীনাথনের।

মোট ৩ বার দেশের সর্বোচ্চ পদ্ম পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৭২ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এম এস স্বামীনাথন। তাঁর মস্তিষ্কপ্রসূত ‘সবুজ বিপ্লব’ কার্যত ভারতীয় কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তনের সূচনা করেছিল।

Related Articles