কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বকেয়া টাকা আদায়ে দুপুর থেকে লাগাতার ধরনা শেষে কৃষি ভবনের পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি পুলিশের কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যেই পায়ে হেঁটে মন্ত্রীর সঙ্গে কথা বলতে চলেছেন অভিষেকের নেতৃত্বে তৃণমূল সাংসদ-মন্ত্রীরা।
এদিন যন্তরমন্তরের ধরনা থেকে আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বড়সড় কর্মসূচীর কথাও ঘোষণা করেছেন অভিষেক। এদিম তিনি বলেন, “কেন্দ্র টাকা না ছাড়লে আগামী ২ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১ লক্ষ মানুষের সমাবেশ হবে দিল্লিতে। চ্যালেঞ্জ করো বলছি, বুকের পাটা থাকলে আটকে দেখান।”