Sambad Samakal

Kolkata Durgapujo: ভিড় এড়িয়ে কবে দেখতে পাবেন রামমন্দির ?

Oct 23, 2023 @ 3:48 pm
Kolkata Durgapujo: ভিড় এড়িয়ে কবে দেখতে পাবেন রামমন্দির ?

কলকাতার দুর্গাপুজোয় এবার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে অযোধ্যার বহু বিতর্কিত রামলালার মন্দির। এই আদলেই এবার তাদের পুজো মণ্ডপটি তৈরি করেছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের পুজো কমিটি। স্বাভাবিক ভাবেই শিয়ালদা লাগোয়া এই মণ্ডপে রামমন্দির দেখতে উপচে পড়ছে ভিড়। আবার অনেকেরই রামমন্দির দেখার ইচ্ছে থাকলেও অতিরিক্ত ভিড়ের কারণে এই পুজো মণ্ডপে যেতে সাহস পাচ্ছেন না। এবার তাঁদের জন্য সুখবর। পুজোর পরেও আরও বেশ কিছুদিন থাকবে এই মণ্ডপ। ফলে ভিড় এড়িয়ে পুজোর পরেও দেখা যাবে এই রামমন্দির।

সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির তরফে জানানো হয়েছে, দশমীতে তাদের প্রতিমা নিরঞ্জন হচ্ছে না। প্রতিমা নিরঞ্জন হবে দ্বাদশীর সন্ধ্যায়। তাই সাধারণ দর্শনার্থীরা দ্বাদশীর সকাল পর্যন্ত এই মণ্ডপ দর্শন করতে পারবেন। তাছাড়া প্রতিমা নিরঞ্জন হয়ে গেলেও এই মণ্ডপ কিন্তু খুলে ফেলছে না সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি। কারণ এই মণ্ডপেই হবে লক্ষ্মী পুজোও। তাই পুজোর ভিড় এড়িয়ে লক্ষ্মী পুজো পর্যন্ত মিলবে কলকাতায় রামমন্দির দর্শনের সুযোগ।

Related Articles