এক মঞ্চে মোদি-হাসিনা! বুধবার ভারতের অর্থ ও সহযোগিতায় বাংলাদেশে তৈরি হওয়া ৩টি প্রকল্পের যৌথভাবে উদ্বোধন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ, খুলনা-মোংলা বন্দর রেললাইন ও মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউনিট-২-র উদ্বোধন করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
জানা যাচ্ছে, আখাউড়া-আগরতলা আন্তঃসীমান্ত রেল সংযোগ প্রকল্পটির জন্য ভারত সরকার মোট ৩৯২ কোটি ৫২ লক্ষ টাকা ব্যয় করেছে। বাংলাদেশে ৬.৭৮ কিলোমিটার ডুয়েল গেজ ও ভারতের ত্রিপুরায় ৫.৪৬ কিলোমিটার রেললাইন-সহ এই রেল সংযোগের দৈর্ঘ্য ১২.২৪ কিলোমিটার।