ফের নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির তলবে সাড়া দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকাল ১১ টা ৫ মিনিটে কলকাতার সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে পৌঁছলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এদিন ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র আধিকারিকদের কোন নতুন প্রশ্নের মুখোমুখি হতে হবে অভিষেককে, সেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
এই প্রথমবার নয়, এর আগেও নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিকবার ইডি জেরার মুখোমুখি হয়েছেন অভিষেক। ঘণ্টার পর ঘণ্টা চলেছে জিজ্ঞাসাবাদ। প্রতিবারই টানা জেরার পর ইডি দফতর থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে অভিষেক জানিয়েছেন, তদন্তে সবরকম সহযোগিতা করছেন তিনি। পাশাপাশি কেন্দ্রের প্রতিহিংসামূলক ষড়যন্ত্রের বিরুদ্ধেও উগরে দিয়েছেন ক্ষোভ।
এদিন বেলা সাড়ে দশটা নাগাদ কালো গাড়িতে চেপে কালীঘাট থেকে রওনা দেন অভিষেক। বেলা ১১টা ৫ মিনিটে নাগাদ তিনি সিজিও কমপ্লেক্সে পৌঁছন। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, কুন্তল ঘোষের চিঠি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।