Sambad Samakal

Kolkata Pollution: বাতাসে বিষ! কালীপুজো-দীপাবলির আগেই বিপজ্জনক কলকাতার দূষণ

Nov 10, 2023 @ 11:39 am
Kolkata Pollution: বাতাসে বিষ! কালীপুজো-দীপাবলির আগেই বিপজ্জনক কলকাতার দূষণ

কলকাতার বাতাসেও বিষ! কালীপুজো-দীপাবলির আগেই বিপজ্জনক মাত্রায় পৌঁছল কলকাতায় বায়ু দূষণের মাত্রা। শুক্রবার সকালের একিউআই ইন্ডেক্স অনুযায়ী, শহর কলকাতার একাধিক এলাকায় দূষণ কার্যত লাগামছাড়া হয়ে গিয়েছে।

কলকাতার ফুসফুস রবীন্দ্র সরোবর এলাকায় একিউআই ২৫৫, যা ‘বিপজ্জনক’। যাদবপুর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরেও বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে। বালিগঞ্জ ও বিধাননগর এলাকায় একিউআই যথাক্রমে ৩৩৭ ও ৩১৫, যা ‘অতি বিপজ্জনক’ পর্যায়ে পড়ে। পরিবেশবিদদের আশঙ্কা, কালীপুজো-দীপাবলির সময়ে লাগামছাড়া আতশবাজি পুড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

Related Articles