শুক্রবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এক ধাক্কায় অনেকটাই নামবে তাপমাত্রার পারদ। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হিমেল আমেজ অনুভব করবেন আম জনতা। আপাতত ভাইফোঁটা পর্যন্ত এই ঠান্ডার আমেজ বজায় থাকবে। বাতাসে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প থাকলেও, অস্বস্তিকর গরমের অনুভূতি নেই বললেই চলে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।