শুক্রবার শহিদ দিবসকে কেন্দ্র করে ফের তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম! ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নামে এদিন গোপালনগরের শহিদবেদির সামনে পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
ওই কর্মসূচী থেকেই তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “২০২৪ সালে ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হওয়ার একমাসের মধ্যেই ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হবে শুভেন্দু। ও এখন নিজেকে বাঁচাতে দৌঁড়ে বেড়াচ্ছে। যারা নন্দীগ্রামে গণহত্যা করেছিল, তারাই বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দুর সঙ্গে এখানে এসে শহিদবেদিতে মালা দিচ্ছে!”
পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “২০২৪ সালের নভেম্বর মাসে যখন আমরা শহিদ স্মরণ কর্মসূচী পালন করব, তখন চোরমুক্ত বাংলা আপনারা দেখবেন।”