জেলের সেলে চাই খাট-টেবিল! বৃহস্পতিবার ভার্চুয়াল শুনানিতে বিচারকের কাছে এমনই ‘আবদার’ করলেন রোশন দুর্নীতি কাণ্ডে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
এরসঙ্গেই নিজেকে হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে জ্যোতিপ্রিয় দাবি করেন, “আমার সুগার সাড়ে তিন’শোর ওপরে। শরীরের একদিক অসাড় হয়ে যাচ্ছে। তাই সেলে খাট-টেবিল দেওয়া হোক।”
যদিও জ্যোতিপ্রিয়র এই দাবি শুনে বিচারক মন্তব্য করেন, “আপনি যেহেতু নিজেকে আইনজীবী বলে পরিচয় দিচ্ছেন, তাই আপনি নিশ্চয়ই আদালতেট সীমা যানেন। এই বিষয়ে একমাত্র জেল কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিতে পারে।”