Sambad Samakal

Jyotipriya: জেলে হঠাৎ অসুস্থ জ্যোতিপ্রিয়! দেওয়া অক্সিজেন অক্সিজেন, ভর্তি হবেন হাসপাতালে?

Nov 17, 2023 @ 1:35 pm
Jyotipriya: জেলে হঠাৎ অসুস্থ জ্যোতিপ্রিয়! দেওয়া অক্সিজেন অক্সিজেন, ভর্তি হবেন হাসপাতালে?

রেশন দুর্নীতি কাণ্ডে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জানা যাচ্ছে, আচমকাই বৃহস্পতিবার রাতে জেলে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

তড়িঘড়ি জেল হাসপাতালে চিকিৎসাকরা এসে অক্সিজেন দেন। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়। আপাতত জ্যতিপ্রিয়র শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। এখনই হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই বলেই জানাচ্ছে জেল কর্তৃপক্ষ।

Related Articles