Sambad Samakal

Jagadhhatri Puja: আজ অষ্টমী, জগদ্ধাত্রীর সঙ্গে আর কার কার পুজো হয় জামালপুরে?

Nov 20, 2023 @ 2:23 pm
Jagadhhatri Puja: আজ অষ্টমী, জগদ্ধাত্রীর সঙ্গে আর কার কার পুজো হয় জামালপুরে?

আজ জগদ্ধাত্রী পুজোর অষ্টমী। পুরাণ অনুসারে, দেবী জগদ্ধাত্রীর সেবক হলেন, ব্যাসদেব ও নারদ মুনি। তাই জগদ্ধাত্রীর সঙ্গেই ব্যাসদেব ও নারদ মুনিরও পুজো করা হয় জামালপুরের চট্টোপাধ্যায় বাড়িতে। দেবীর ষোড়শ উপাচার মেনে দেড়শো বছরেরও বেশি সময় ধরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে এখানে। চট্টোপাধ্যায় বাড়ির এই পুজোকে ঘিরেই উৎসবের আনন্দে মাতোয়ারা হয় গোটা গ্রাম।

জামালপুরের কালীতলা এলাকায় বাস বনেদি চট্টোপাধ্যায় পরিবারের। কর্মসূত্রে বছরের বেশিরভাগ সময়েই বাইরে থাকেন সদস্যরা। তবে জগদ্ধাত্রী পুজোর সময়ে সকলেই চলে আসেন জামালপুরে। সাবেকি বাড়ির এক পাশে রয়েছে দেবী জগদ্ধাত্রীর মন্দির। সেখানেই নিষ্ঠাভরে প্রতিবছর উপাসনা করা হয় দেবী জগদ্ধাত্রী ও ব্যাসদেব-নারদ মুনির।

Related Articles