Sambad Samakal

Firhad Hakim: বিধানসভার হাজিরা খাতায় সই! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বিস্ফোরক ফিরহাদ?

Nov 24, 2023 @ 6:17 pm
Firhad Hakim: বিধানসভার হাজিরা খাতায় সই! মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে বিস্ফোরক ফিরহাদ?

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধানসভার হাজিরা খাতায় সই বাধ্যতামূলক হয়েছে মন্ত্রীদেরও। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। সংবাদ মাধ্যমের সামনেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে থাকা এই মন্ত্রী।

শুক্রবার থেকেই শুরু হল বিধানসভার শীতকালীন অধিবেশন। আর তার আগেই, বৃহস্পতিবার নেতাজি ইনডোরে দলীয় সমাবেশ থেকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় হাজিরা খাতায় সইয়ের এই নির্দেশ দেন। তারপরেই এদিন থেকে বিধানসভায় চালু হয় এই নতুন নিয়ম। এদিন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে রাখা ছিল মন্ত্রীদের হাজিরা খাতা। কে, কখন বিধানসভা অধিবেশনে প্রবেশ করছেন, কখন বেরিয়ে যাচ্ছেন, সেই সময় উল্লেখ করে সই করতে হয়েছে এই খাতায়। এই নিয়েই প্রকাশ্যে একরাশ বিরক্তি উগরে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। এদিন হাজিরা খাতায় সই করার পর মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমরা কি স্কুলে পড়ি নাকি! পার্টি বলেছে, তাই সই করলাম। কিন্তু এটার সঙ্গে আমি সহমত নই।’’ তাঁর যুক্তি, ‘‘নিজেদের দায়িত্ব রয়েছে। আমরা তো স্কুলের বাচ্চা নই যে সই করতে হবে।’’

Related Articles