Sambad Samakal

Uttarkashi: উত্তরকাশী সুড়ঙ্গ বিপর্যয়ের দু’সপ্তাহ পার! উদ্ধারকাজে কী পরিকল্পনা সেনার?

Nov 26, 2023 @ 1:58 pm
Uttarkashi: উত্তরকাশী সুড়ঙ্গ বিপর্যয়ের দু’সপ্তাহ পার! উদ্ধারকাজে কী পরিকল্পনা সেনার?

উত্তরাখণ্ডের উত্তরকাশী সুড়ঙ্গ বিপর্যয়ের পরে পার হয়ে গেল দু’সপ্তাহ। এখনও ভেতরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। মেশিন বিপর্যয়ে বিশ বাঁও জলে উদ্ধারকাজ। এই পরিস্থিতিতে রবিবার থেকে উদ্ধারকাজে হাত দিল ভারতীয় সেনা। জানা যাচ্ছে, ম্যানুয়াল ড্রিলিং করে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা শুরু করেছেন সেনা জওয়ানরা।

আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্স জানিয়েছেন, এই মুহূর্তে অগান মেশিন কেটে বের করে আনাই মূল কাজ। এই কাজ সম্পন্ন হলে ম্যানুয়াল ড্রিলিংয়ের মাধ্যমে কয়েক মিটার পাথর, লোহা কেটে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছন সম্ভব হবে। ইতিমধ্যেই শনিবার মধ্যরাতে উড়িয়ে আনা হয়েছে অত্যাধুনিক ম্যাগমা কাটার মেশিন। তবে শেষপর্যন্ত উদ্ধারকাজ সম্পন্ন করতে আর কত সময় লাগবে, তা নিশ্চিত করে বলতে পারছেননা কেউই। ফলে সুড়ঙ্গের ভেতরে আটক শ্রমিকদের জন্য উদ্বেগ ক্রমশ বাড়ছে।

Related Articles