Sambad Samakal

Suvendu Adhikari: কেন ফের বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু?

Nov 28, 2023 @ 6:24 pm
Suvendu Adhikari: কেন ফের বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু?

ফের বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ড করা হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় তাঁকে। শুভেন্দুর বিরুদ্ধে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগ আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসক দলের অন্য বিধায়করা তাঁর সেই প্রস্তাবে সমর্থন জানান। অন্যদিকে, স্পিকারের বিরুদ্ধে বিধানসভা সচিব সুকুমার রায়ের ঘরে গিয়ে ডেপুটেশন জমা দেয় বিজেপি পরিষদীয় দল।

মঙ্গলবার অধিবেশনের শুরু থেকেই বিতর্ক তৈরি হয়। বিজেপির টিকিটে জয়ী অথচ, তৃণমূলে যোগ দেওয়া বিধায়কদের স্পিকার বিজেপি বলেন। পরে স্পিকার সেই অংশ রেকর্ড থেকে বাদ দিয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ‘সতর্ক’ করেন। তারপরই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়করা অধিবেশন কক্ষ ত্যাগ করেন। এরপরেই সদনে অসংসদীয় আচরণের অভিযোগে সাসপেন্ড করা হয় নন্দীগ্রামের বিধায়ককে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চআসেও শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ক সাসপেন্ড হন। পরে অবশ্য আদালতের হস্তক্ষেপে তাঁদের সাসপেনশন প্রত্যাহার করা হয়।

Related Articles