বাংলাদেশে আচমকাই জোরাল ভূমিকম্প। আর তার প্রভাবে কেঁপে উঠল উত্তরবঙ্গ, কলকাতাও।
জানা গিয়েছে, ভারতীয় সময় শনিবার সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৮। কম্পনের উৎসস্থল বাংলাদেশের কুমিল্লা থেকে ৪৮ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে।
ভূমিকম্প অনুভূত হয়েছে কলকাতাতেও। এ ছাড়া, উত্তরবঙ্গের একাধিক জেলা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতেও শনিবার সকালে ভূমিকম্প টের পাওয়া গিয়েছে। ভূমিকম্প হয়েছে ত্রিপুরা, মিজোরামের বেশ কিছু এলাকায়।
লাদাখেও ভূমিকম্প হয়েছে। শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে লাদাখে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৩.৪। কম্পনস্থলের উৎসের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে।