Sambad Samakal

Firhad Hakim: পুরমন্ত্রীর সই জাল করে চাকরির ফাঁদ! গ্রেফতার

Dec 2, 2023 @ 2:34 pm
Firhad Hakim: পুরমন্ত্রীর সই জাল করে চাকরির ফাঁদ! গ্রেফতার

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সই জাল করে দেওয়া হয়েছিল ভুয়ো নিয়োগপত্র। কিন্তু শেষ রক্ষা হল না। জাল করা সইয়ে চাকরির ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। তিন লক্ষ টাকার বিনিময়ে এক যুবককে ওই ভুয়ো নিয়োগপত্র দিয়েছিলেন তিনি।

মন্ত্রী ফিরহাদ হাকিমের পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের অধীনেই রয়েছে হিডকো। আর এই সংস্থাই আলিপুর জেল মিউজিয়ামের তত্ত্বাবধান করে। তাই পুরমন্ত্রীর নকল সই এবং জাল সিলমোহর দিয়ে তৈরি করা হয়েছিল ওই ভুয়ো নিয়োগপত্র। ওই নিয়োগপত্র নিয়ে আলিপুর জেল মিউজিয়ামে গিয়েছিলেন এক যুবক। কিন্তু নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। সন্দেহ মেটাতে সরাসরি পুরমন্ত্রীকে ফোন করেন আলিপুর জেল কর্তৃপক্ষ। সব শুনে তাজ্জব মন্ত্রী ফিরহাদ হাকিম। জেল কর্তৃপক্ষকে তিনি জানান, এমন কোনও নিয়োগপত্র তিনি দেননি। সেই সঙ্গে বিষয়টি খতিয়ে দেখার জন্য আলিপুর থানাকে অনুরোধ করেন মন্ত্রী। তদন্তে নেমে চাকরিপ্রার্থী যুবকের সূত্রে পুলিশ জানতে পারে, তিন লক্ষ টাকার বিনিময়ে তাঁকে নিয়োগপত্রটি দিয়েছিলেন প্রভাকর নায়েক নামের এক ব্যক্তি। তিনি ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। বৃহস্পতিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আলিপুর আদালত অভিযুক্তকে ৮ ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, অভিযুক্তকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ।

Related Articles