Sambad Samakal

Aadhaar Card: আঙুলের ছাপ ছাড়াই মিলবে আধার কার্ড! কী নির্দেশিকা কেন্দ্রের?

Dec 10, 2023 @ 10:40 am
Aadhaar Card: আঙুলের ছাপ ছাড়াই মিলবে আধার কার্ড! কী নির্দেশিকা কেন্দ্রের?

আঙুলের ছাপ ছাড়াই মিলবে আধার কার্ড! এবার থেকে আধার কার্ড তৈরির ক্ষেত্রে আর বাধ্যতামূলক থাকছেনা আঙুলের ছাপ! সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে এমনই এক নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, আঙুলের ছাপ না নেওয়া গেলে, চোখের মণি স্ক্যান করে আধার তৈরি করা হবে।

তবে কোনও ব্যক্তির ক্ষেত্রে যদি হাতের আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান, কোনওটাই করা সম্ভব না হয়, সেক্ষেত্রেও আধার কার্ড তৈরি আটকাবেনা। অন্যান্য সমস্ত তথ্য অন্তর্ভুক্ত করে, বিশেষ ক্যাটারগিতে আধার কার্ড অনুমোদন করা হবে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেই হাতের আঙুল না থাকায়, কেরালার এক মহিলাকে আধার কার্ড না দেওয়ার অভিযোগ ওঠে। পরে যদিও কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপে জটিলতা কাটে। আর তারপরেই এই নয়া নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার।

Related Articles