বিশ্বশান্তি মহাযজ্ঞ উপলক্ষে ২ হাজার কণ্ঠে গীতা পাঠের আয়োজন জগন্নাথধাম মাহেশে। রবিবার সকাল থেকে শুরু হয়েছে মোহযজ্ঞ। দুপুরের দিকে অনুষ্ঠিত হবে ২ হাজার কণ্ঠে গীতা পাঠ।
এদিন সকালেই মাহেশে উপস্থিত হন পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার। ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যদিও এই অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির অভিযোগ, শুধুমাত্র শাসক দলের নেতাদেরই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। কোনও বিরোধী দলের নেতৃত্বকে ডাকা হয়নি। তবে মাহেশ জগন্নাথ মন্দিরের অন্যতম প্রধান সেবায়েত পিয়াল অধিকারীর দাবি, বিশ্বশান্তি মহাযজ্ঞে সকলেই স্বাগত। এরমধ্যে কোনও রাজনীতি নেই।