সোমবার শহর কলকাতায় মরসুমের শীতলতম দিন। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, এদিন ১৫ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রার পারদ। বাধাহীন ফুরফুরে উত্তুরে হাওয়ার দাপটে শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের সমস্ত জেলাতেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। সকালের দিকে রোদের তেজ থাকলেও, গরমের অনুভূতি নেই বললেই চলে। ভোর রাতের দিকে ঠান্ডার আমেজ বাড়বে। সবমিলিয়ে মোটের ওপর মনোরমই থাকবে আবহাওয়ার পরিস্থিতি।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৭ শতাংশ।