Sambad Samakal

Sujay Krishna: আইসিইউ থেকে কেবিনে কালীঘাটের কাকু, কণ্ঠস্বর পরীক্ষা কবে?

Dec 13, 2023 @ 11:32 am
Sujay Krishna: আইসিইউ থেকে কেবিনে কালীঘাটের কাকু, কণ্ঠস্বর পরীক্ষা কবে?

এসএসকেএমের আইসিইউ থেকে কেবিনে সরানো হল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। যদিও সূত্রের খবর, তাতে স্বস্তি মেলেনি ইডির। বারবার সুজয়কৃষ্ণের অসুস্থ হয়ে পড়া নিয়ে চিন্তায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকী, এসএসকেএম থেকে সুজয়কৃষ্ণের চিকিৎসা অন্য কোনো হাসপাতালে সরানোর বিষয়েও ইডি ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। এদিকে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণের কণ্ঠস্বর পরীক্ষার পরিকল্পনা থাকলেও তাঁর শারীরিক অসুস্থতার কারণে সেই পরীক্ষা করিয়ে উঠতে পারেনি ইডি। তাই এবার সুজয়কৃষ্ণের সুস্থ হয়ে উঠলেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করাতে চায় বলে সূত্রের খবর।

এসএসকেএম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর অবশেষে গত শুক্রবার ভয়েস স্যাম্পেল টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছিল ইডি। পরিকল্পনা ছিল, শুক্রবার সকালে এসএসকেএম হাসপাতাল থেকে তাঁকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা পরীক্ষার পর অনুমতি দিলে ওইদিনই তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করত ইডি। কিন্তু বৃহস্পতিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুজয়কৃষ্ণ। তীব্র বুকে ব্যথা অনুভব করায় তাঁকে পাঠানো হয় আইসিইউতে। তাঁর চিকিৎসায় গঠন করা হয় মেডিক্যাল বোর্ড। সোমবার তাঁর অ্যাঞ্জিওগ্রাফি এবং বেশ কয়েকটি পরীক্ষা করা হয়। মঙ্গলবার রিপোর্ট আসার পর রাতেই ফের তাঁকে কেবিনে স্থানান্তরিত করা হয়।

Related Articles