সম্পত্তি বিবাদ সম্পর্কিত একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র সিনহাকে তলব করেছিল রাজ্য সিআইডি। এবার সেই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধেই কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন পেশায় আইনজীবী প্রতাপচন্দ্র!
কলকাতা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বার অ্যাসোসিয়েশনকে লেখা চিঠিতে তাঁর দাবি, প্রলোভন দেখিয়ে স্ত্রী বিচারপতি অমৃতা সিনহার বিরুদ্ধে মিথ্যে বশান দেওয়ার জন্য চাপ দিচ্ছে সিআইডি। জেরা চলাকালীন মানসিক নির্যাতনেরও অভিযোগ তুলেছেন প্রতাপচন্দ্র। তাঁর আরও দাবি, জেরার সময়ে সম্পত্তি মামলা সংক্রান্ত কোনও প্রশ্ন করা হয়নি। শুধুমাত্র বিচারপতি অমৃতা সিনহার বিষয়ে বিভিন্ন প্রশ্ন করে তথ্য বের করার চেষ্টা করা হয়েছে।
প্রসঙ্গত, বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র সিনহার বিরুদ্ধে সম্পত্তি আত্ম্যসাতের অভিযোগ তুলেছিলেন এক বৃদ্ধা। সেই মামলাতেই পশ্চিমবঙ্গ রাজ্য সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিল সুপ্রিমকোর্ট।