কোভিডের নয়া ভ্যারিয়েন্ট নিয়ে নতুন করে সতর্কবার্তা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতিতে বড়দিনের আগে সতর্ক পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনও। ইতিমধ্যেই কলকাতা পুরসভা সহ রাজ্যের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।
জানা যাচ্ছে, বুধবার নিজে রিভিউ বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বড়দিন ও নতুন বছরের জমায়েতে মাস্ক পড়ার জন্য নয়া নির্দেশিকা জারি হতে পারে। এছাড়াও করোনা পরীক্ষা ও যথাযথ চিকিৎসা পরিকাঠামো প্রস্তুত রাখার জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।