রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় বকেয়া দেওয়ার দাবি তুলছেন, ঠিক সেই সময়েই আচমকা নবান্নে পৌঁছে গিয়ে মুখ্যসচিবের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় ১০ মিনিট মুখ্যসচিন হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে কথা বলেন তিনি।
কেন এই আচমকা নবান্ন অভিযান? সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “আমরা রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করেছি। আগে থেকে বলে আসলে দেখা করতেননা। তাই না বলেই চলে এসেছিলাম। মুখ্যমন্ত্রী বংলার মানুষকে বঞ্চনা করছেন। কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছেল তা রাজ্য সরকার খরচ করতে পারেনি, লুট হয়েছে। কোনও উন্নয়নমূলক কাজে বিজেপির জনপ্রতিনিধিদের ডাকা হয়না। সেই কথাটাই আজ মুখ্যসচিবকে জানিয়ে গেলাম।”