Sambad Samakal

P.C. Sorcar Jr.: কোন মামলায় ইডি দফতরে হাজিরা পি সি সরকার জুনিয়রের?

Dec 22, 2023 @ 1:10 pm
P.C. Sorcar Jr.: কোন মামলায় ইডি দফতরে হাজিরা পি সি সরকার জুনিয়রের?

শুক্রবার সকালে কলকাতায় ইডির সদর দফতর সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন প্রখ্যাত জাদুকর জুনিয়র পিসি সরকার। কিন্তু কোন মামলায় তাঁর এই হাজিরা। দুপুরে খবর লেখা পর্যন্ত বিষয়টি স্পষ্ট নয়। গুঞ্জন, এর আগে যে চিটফান্ড মামলায় সিবিআই তল্লাশি ও জেরার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে, সেই মামলাতেই এবার ইডি তদন্তের মুখোমুখি হলেন কি জাদুকর? উত্তর দেবে সময়।

Related Articles