দীর্ঘ ২২ দিন পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার বিকেলে এসএসকেএম হাসপাতাল ভবানীপুরের বাড়িতে ফেরেন তিনি। এই মুহূর্তে আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছেন মদন। এমনটাই খবর হাসপাতাল সূত্রে। তবে এখনও বেশ কয়েকদিন তাঁকে বাড়িতে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৪ ডিসেম্বর গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যা ও নিউমোনিয়া সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন। হাসপাতালে থাকাকালীনই কাঁধের হাড় ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার করা হয়।