নিয়োগ দুর্নীতি কাণ্ডে নজরে দক্ষিণ দমদম পুরসভার উপ-পুরপ্রধান নিতাই দত্ত! ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত ছিলেন তিনি। প্রভাব খাটিয়ে নিজের স্ত্রী ও ভাইকে চাকরি পাইয়ে দিয়েছিলেন তিনি।
ইডির তরফে দিল্লির সদর দফতরে ইতিমধ্যেই এই বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। তাঁর বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত একাধিক নথিও বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। প্রসঙ্গত, গত ৫ অক্টোবর নিতাই দত্তের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা।