বিক্ষিপ্ত অশান্তি, ভোট বয়কটের ডাক, হরতালের মধ্যেই রবিবার সম্পন্ন হল ভারতের প্রতিবেশী বাংলাদেশের ভোটগ্রহণ পর্ব। সেদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৪টে অর্থাৎ ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটদানের মোট হার ৪০ শতাংশ।
এরপরে বিকেল ৫টা থেকে বুথেই শুরু হয়েছে ভোট গণনার পর্ব। বাংলাদেশের রেওয়াজ অনুযায়ী, ভোটগ্রহণের পরে ভোটকেন্দ্রেই গণনা করা হয়। ওয়াকিবহাল মহলের মতে, রবিবার রাতের মধ্যেই ভোটের ফলাফল মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। যেহেতু আওয়ামি লিগ ছাড়া অন্য কোনও দল ভোটের ময়দানে নেই, তাই বলাই যায় শেখ হাসিনাই ফের বাংলাদেশের মসনদে বসতে চলেছেন।