জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হলেও শীতের দেখা নেই! সোমবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আরও কিছুটা চড়বে তাপমাত্রার পারদ। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি থাকলেও, রাতের দিকে ঠান্ডার আমেজ বজায় থাকবে। আগামী কয়েক দিনের মধ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই বললেই চলে।
সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯৪ শতাংশ।