Sambad Samakal

Bangladesh Election: ফের বাংলাদেশের মসনদে হাসিনা, কত আসন পেল নৌকা? প্রধান বিরোধী কারা?

Jan 8, 2024 @ 12:54 pm
Bangladesh Election: ফের বাংলাদেশের মসনদে হাসিনা, কত আসন পেল নৌকা? প্রধান বিরোধী কারা?

ফের রেকর্ড পরিমাণ ভোটে জিতে বাংলাদেশের মসনদে বসলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেইসঙ্গে তাঁর দল আওয়ামী লিগও বিপুল পরিমাণ আসনে জয়ী হয়েছে। যদিও দেশের অন্যতম বিরোধী শক্তি বিএনপি ও জামাত ভোট বয়কটের ডাক দিয়েছিল।

সোমবার সকালে বাংলাদেশের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হল। জাতীয় সংসদের মোট ৩০০টি আসনের মধ্যে ২৯৮টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। কারণ ভোট ঘোষণার পরে একটি আসনের প্রার্থী মারা যান ও একটি আসনের প্রার্থীপদ বেনিয়মের জেরে বাতিল করা হয়েছিল। মোট ভোট পড়েছে ৪১.০৮ শতাংশ।

ফলে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লিগ অর্থাৎ নৌকা পেয়েছে ২২৩টি আসন। বাংলাদেশ জাতীয় দল পেয়েছে ১১টি আসন। অন্যদিকে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল ও বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি করে আসন পেয়েছে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ ভাবে, বাংলাদেশে প্রধান বিরোধী হিসেবে উঠে এল নির্দল জয়ী প্রার্থীরা! মোট ৬১টি আসনে জয় পেয়েছে নির্দলরা।

Related Articles