Sambad Samakal

Kolkata HC: সন্দেশখালি কাণ্ডের তদন্তে সিবিআই-এনআইএ! জনস্বার্থ মামলা হাইকোর্টে

Jan 8, 2024 @ 12:28 pm
Kolkata HC: সন্দেশখালি কাণ্ডের তদন্তে সিবিআই-এনআইএ! জনস্বার্থ মামলা হাইকোর্টে

সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। অন্যদিকে, বনগাঁতেও প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয়েছে ইডি। এই দুই ঘটনার তদন্ত করুক সিবিআই ও এনআইএ, সোমবার এমনই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিজেপিপন্থী আইনজীবীরা।

এদিন প্রধান বিচারপতির এজলাসে বিজেপিপন্থী আইনজীবীরা দাবি করেন, রাজ্যে কেন্দ্রীয় এজেন্সির কর্মীরা সুরক্ষিত নয়। শাসক দলের আশ্রিত দুষ্কৃতিদের হামলার মুখে পড়তে হচ্ছে তদন্তকারীদের। এই পরিস্থিতিতে কড়া ব্যবস্থা না নেওয়া হলে, দুর্নীতির বিরুদ্ধে তদন্তের কাজ বাধাপ্রাপ্ত হবে। তাই সন্দেশখালি ও বনগাঁর ঘটনায় সিবিআই ও এনআইএ’কে তদন্তের ভার দেওয়া হোক।

জানা যাচ্ছে, প্রাথমিকভাবে জনস্বার্থ মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আগামী বৃহস্পতিবার হবে প্রথম শুনানি।

Related Articles