মঙ্গলবার ৫৫ বছর বয়সে প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খান। বুধবার সকাল থেকে কলকাতার রবীন্দ্র সদনে শায়িত ছিল তাঁর দেহ। শ্রদ্ধা জানান শিল্পীর অসংখ্য গুণমুগ্ধ। এদিন বেলা সাড়ে ১২টা নাগাদ রবীন্দ্র সদনে উপস্থিত হয়ে উস্তাদ রাশিদ খানকে শেষ শ্রদ্ধা জ্ঞাপণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এরপরে ঠিক সকাল ১১টায় কলকাতা পুলিশের পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। উস্তাদ রাশিদ খানে পরিবারের সদস্যদের সঙ্গে ‘অভিভাবক’এর মত উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এরপরে বিকেলে টালিগঞ্জে সম্পন্ন হবে শেষকৃত্য।