Sambad Samakal

Gangasagar: গঙ্গাসাগর তীর্থ ভ্রমণে কমল খরচ! কী উদ্যোগ সরকারের?

Jan 11, 2024 @ 11:38 am
Gangasagar: গঙ্গাসাগর তীর্থ ভ্রমণে কমল খরচ! কী উদ্যোগ সরকারের?

গঙ্গাসাগর তীর্থ যাত্রীদের জন্য সুখবর। এবার গঙ্গাসাগর যাওয়ার খরচ আরও কমল। পুণ্যার্থীদের জন্য বিশেষ এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, এক টিকিটেই বাস ও ভিজলে গঙ্গাসাগর গিয়ে ওই টিকিটেই কলকাতা ফেরার জন্য লট ৮ পৌঁছতে পারবেন পুণ্যার্থীরা। হাওড়া ও বাবুঘাট থেকে এই টিকিটের দাম যথাক্রমে ১৪৫ ও ১৪০ টাকা। গতবছর এই টিকিটের দাম ছিল ২০০ টাকা। আজ, বৃহস্পতিবার থেকেই চালু হয়ে গিয়েছে এই সরকারি পরিষেবা। তবে লট ৮ থেকে কলকাতা ফেরার খরচ এই টিকিট ধরা নেই।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, বেসরকারি বাস তো রয়েইছে। তবে গঙ্গাসাগর যাতায়াতের জন্য শুধু সরকারি বাসই থাকছে আড়াই হাজার। হাওড়া স্টেশন ও বাবুঘাট থেকে এই বাসগুলো ছাড়বে। থাকছে ৩২টি সরকারি এবং ৭০টি বেসরকারি ভেসেল, ১০০টি লঞ্চ, ৬টি বার্জ এবং ২১টি জেটি। ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের দক্ষিণেশ্বর ও কালীঘাট দর্শনের সুবিধার জন্য বিশেষ বাস পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। পরিবহণ দফতর বাবুঘাট থেকে কালীঘাট ও দক্ষিণেশ্বর পর্যন্ত ১০টি এবং পর্যটন দফতর আরও দুটি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

Related Articles