গঙ্গাসাগর তীর্থ যাত্রীদের জন্য সুখবর। এবার গঙ্গাসাগর যাওয়ার খরচ আরও কমল। পুণ্যার্থীদের জন্য বিশেষ এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পরিবহণ দফতর জানিয়েছে, এক টিকিটেই বাস ও ভিজলে গঙ্গাসাগর গিয়ে ওই টিকিটেই কলকাতা ফেরার জন্য লট ৮ পৌঁছতে পারবেন পুণ্যার্থীরা। হাওড়া ও বাবুঘাট থেকে এই টিকিটের দাম যথাক্রমে ১৪৫ ও ১৪০ টাকা। গতবছর এই টিকিটের দাম ছিল ২০০ টাকা। আজ, বৃহস্পতিবার থেকেই চালু হয়ে গিয়েছে এই সরকারি পরিষেবা। তবে লট ৮ থেকে কলকাতা ফেরার খরচ এই টিকিট ধরা নেই।
রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, বেসরকারি বাস তো রয়েইছে। তবে গঙ্গাসাগর যাতায়াতের জন্য শুধু সরকারি বাসই থাকছে আড়াই হাজার। হাওড়া স্টেশন ও বাবুঘাট থেকে এই বাসগুলো ছাড়বে। থাকছে ৩২টি সরকারি এবং ৭০টি বেসরকারি ভেসেল, ১০০টি লঞ্চ, ৬টি বার্জ এবং ২১টি জেটি। ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের দক্ষিণেশ্বর ও কালীঘাট দর্শনের সুবিধার জন্য বিশেষ বাস পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। পরিবহণ দফতর বাবুঘাট থেকে কালীঘাট ও দক্ষিণেশ্বর পর্যন্ত ১০টি এবং পর্যটন দফতর আরও দুটি বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে।