বকেয়া ডিএ’র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। এবার ফের শহর কলকাতায় মহা মিছিলের ডাক দিলেন আন্দোলনকারীরা। সোমবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী ১৯ জানুয়ারি মহা মিছিল হবে। মিছিল শেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের দাবি জানাতে চান নেতৃত্ব।
আন্দোলনের অন্যতম মুখ ভাস্কর ঘোষের হুঁশিয়ারি, মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান না করলে আমরণ অনশন শুরু করা হবে। এছাড়াও ২৯ জানুয়ারি থেকে রাজ্য সরকারি দফতরগুলোতে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হবে।