একগুচ্ছ রদবদল হল কলকাতা পুলিশের ইন্সপেক্টর স্তরে। মোট ৫৫ টি রদবদলের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ লেক ও যাদবপুর থানাও। এই দুই থানার
ওসি বদল হল।
লেক থানার ওসির দায়িত্বে থাকা কৌশিক দাস শিয়ালদহ কোর্টের সিআই হয়ে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে বদলি হলেন। লেক থানা এলাকায় তাঁর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের বিভিন্ন অভিযোগ ছিল সাধারণ মানুষের। এই থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন কান্তিময় বিশ্বাস। ট্যাংরা থানার ওসি ছিলেন তিনি।
যাদবপুরের ওসি রামাচন্দ্রন বিনোদ কুমারকে বদলি করা হল প্রগতি ময়দান থানার ওসি পদে।
তাঁর জায়গায় যাদবপুরের ওসির দায়িত্ব পাচ্ছেন আনন্দ স্বরূপ নায়েক। তিনি তারাতলা থানার ওসি ছিলেন।