বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেট পেশ করে ভারতীয় রেলের জন্য বড়সড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। তিনি জানিয়েছেন, প্রায় ৪০ হাজার সাধারণ রেল কোচকে বদলে ফেলে বন্দেভারতের স্তরে উন্নীত করা হবে।
এরসঙ্গেই ভারতীয় রেলের তিনটি বিশেষ করিডরের কথা এদিন ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শক্তি, খনিজ ও সিমেন্ট করিডর তৈরি হবে। এছাড়াও বন্দরের সঙ্গে যোগাযোগের করিডর ও ট্রাপিক ডেনসিটি করিডরও তৈরি হবে।