‘এক দেশ, এক ভোট’ সংক্রান্ত বৈঠকে যোগ দিতে সোমবার বিকেলেই দিল্লি উড়ে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই এদিন সফর বাতিল করার কথা জানালেন তিনি। অর্থাৎ আপাতত দিল্লি যাচ্ছেননা মুখ্যমন্ত্রী।
এদিন মমতা জানান, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ডাকা বৈঠকে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছেনা। কারণ আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট। তারআগে বাজেট প্রস্তুতির কাজে ব্যস্ত থাকবেন তিনি। তাই আপাতত রাজধানী সফর বাতিলের সিদ্ধান্ত।