মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার শহর কলকাতার আকাশ। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতা সহ গাঙ্গেয় উপকূলের জেলাগুলোতে এক ধাক্কায় বেশ কয়েক ডিগ্রি চড়বে তাপমাত্রার পারদ। ফলে কার্যত উধাও হবে ঠান্ডার আমেজ। বেলার দিকে রোদের তেজ বাড়লেও, সন্ধ্যের পরে মোটের ওপর মনোরম থাকবে আবহাওয়ার পরিস্থিতি। এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৯২ শতাংশ।