পশ্চিমবঙ্গে দুর্নীতি সংক্রান্ত ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে আলোচনা করতে হবে বিধানসভায়। এই দাবিতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। তুমুল বিক্ষোভ দেখাতে দেখাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করলেন বিজেপির বিধায়করা।
এদিন সকালে বিজেপি বিধায়কদের পক্ষ থেকে বিধানসভায় মুলতুবি প্রস্তাব এনে ক্যাগ রিপোর্টের ওপরে আলোচনার দাবি তোলা হয়। যদিও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই দাবি খারিজ করে দেন। এরপরেই শুরু হয় হইহট্টগোল। অধিবেশন বয়কট করে বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়করা।