Sambad Samakal

TMC: লোকসভা ভোটে ৪২ এর বদলে ঠিক কতগুলি আসন তৃণমূলের ? সমীক্ষা রিপোর্ট জানেন ?

Feb 7, 2024 @ 12:00 am
TMC: লোকসভা ভোটে ৪২ এর বদলে ঠিক কতগুলি আসন তৃণমূলের ? সমীক্ষা রিপোর্ট জানেন ?

আসন্ন লোকসভা নির্বাচনে বাংলায় ৪২ শে ৪২ এর টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এত আসন পাবে না তৃণমূল। আসন সংখ্যা কমবে। কত হবে তৃণমূলের আসন? কী বলছে সমীক্ষা রিপোর্ট?

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, তৃণমূলের টার্গেট সংখ্যা পূরণ হবে না। অর্থাৎ ৪২টি আসন পাবে না ঘাসফুল শিবির। তবে টার্গেট সংখ্যা পূরণ না হলেও আগের চেয়ে তৃণমূলের আসন বাড়বে বলেই মত বিশেষজ্ঞ মহলের। কিন্তু কত আসন পেতে চলেছে ঘাসফুল শিবির? সমীক্ষা রিপোর্ট বলছে, এবারের লোকসভা ভোটে বনগা, দার্জিলিং ও কোচবিহার বাদে বাকি ৩৯টি আসন আসতে চলেছে তৃণমূলের ঝুলিতে। গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ বিজেপির বুথ সংগঠন খুবই দূর্বল এবং নড়বড়ে। সুকান্ত মজুমদার বা দিলীপ ঘোষরা খুব বেশি হলে ৫০ শতাংশ আসনে পোলিং এজেন্ট দিতে পারবে। বাকি বুথে একতরফা খেলবে তৃণমূল। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রুপশ্রির মত মমতার ৭২ টি প্রকল্প বাংলার মানুষের কাছে এতটাই জনপ্রিয় যে শুধু দুর্নীতি ইস্যু দিয়ে বিজেপি ভোটে কুল খুঁজে পাবে না

Related Articles