ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালের আইসিইউ’তে ভর্তি রয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তাঁর অসুস্থতার খবর পেয়েই এদিন হাসপাতালে পৌঁছলেন অভিনেত্রী দেবশ্রী রায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সকাল থেকেই মিঠুনের শারীরিক পরিস্থিতি তদারকিতে রয়েছেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। তিনিই ‘মহাগুরু’কে হাসপাতালে নিয়ে এসেছিলেন।
হাসপাতাল সূত্রে খবর, আপাতত মিঠুনের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। নিউরো আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে মনে করছেন চিকিৎসকরা।
হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেত্রী দেবশ্রী রায় বলেন, “মিঠুন’দার অসুস্থতার কথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম, তাই হাসপাতালে ছুটে এসেছি।” তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম বলেন, “মিঠুনদা আপাতত স্থিতিশীল রয়েছেন। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।”