শনিবার সকাল থেকেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। রবিবার হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
শনিবার রাত থেকে নরম ও তরল খাবার দেওয়া হচ্ছে মিঠুনকে। স্নায়ুরোগ বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকদের নিয়ে গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে মিঠুন চক্রবর্তীকে।