সন্দেশখালি কাণ্ডে তৎপর পুলিশ! জানা যাচ্ছে, রবিবার সকালে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালির প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে। ‘নিখোঁজ’ তৃণমূল নেতা শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে খবর।
জানা যাচ্ছে, এদিন কলকাতার বাঁশদ্রোণী এলাকা থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার খবর পাওয়ার পরেই বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএমের কর্মী-সমর্থকরা। অভিযোগ, সন্দেশখালিতে অশান্তির ঘটনায় ইন্ধন জুগিয়েছেন প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার।