মাটি চাপা পড়ে একসঙ্গে মৃত্যু হল চার শিশুর! সোমবার দুপুরে উত্তর দিনাজপুরের চোপড়ায় ঘটে গেল এই মর্মান্তিক কাণ্ড। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় মাটি চাপা পড়া শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে গোটা এলাকাজুড়ে।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া চোপড়া থানা এলাকার চেতনাগছ গ্রামে। নো-ম্যানস ল্যান্ডে বড় নিকাশিনালা তৈরির জন্য বিএসএফের তত্ত্বাবধানে কাজ চলছিল। সেই দেখার জন্য ভিড় জমান গ্রামবাসীরা। তখনই খেলতে খেলতে চারটি শিশু গভীর নালায় পড়ে যায় ও আচমকা সেখানকার মাটিতে ধস নামে। ফলে দীর্ঘক্ষণ মাটি চাপা অবস্থায় থাকে শিশুগুলি। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও তাদের বাঁচানো যায়নি।